কখনো কখনো মনে হয়
প্রেমের  আর এক নাম লুটপাট  
আর্থিক  বা  মানসিক
অথবা  অন্য কিছু ।।

শুধু কি নারীই লুটপাট হয়  ?
পুরুষ  হয়  না,  
হয় ,  প্রতিদিন হয়  ।।

আমার মত করে কেউ লিখে না
কবিতায় কিংবা
শুধু খবরের  কাগজে  ।।