তবুও ফিরে যাই
কুড়ি বছর বয়সে,
কলেজ ক্যামপাসে
দুটাকার সিংগারা, সমুচা
আর চা সিগারেটের
ঝগড়া বিবাদে ।
জেনিকে লেখা আরিফের চিঠি
ছিল আড্ডার প্রাণ ।
আরলি ম্যারিড ছিল পলাশ
আড্ডায় আসলে শুনতে পেতাম
অবুঝ মনের সবুজ গল্প ।
জহিরের আঙ্গুলে ছিল বিষের কালো দাগ
আর কালো মুখে
ধবধবে সাদা হেজাক হাসি ।
রাতের আড্ডা জমতো
চপলের বাসায় ।
গুরুর গান, তাস খেলা, চা, সিগারেট
সবই ছিলো আমাদের আড্ডার রসদ ।
এমন হাজার দিনের আড্ডা
আমাদের রেখেছিলো প্রাণ চঞ্চল ।
বসেনা আর আড্ডা সংসদ
তবুও মন ছুটে চলে ....
যখন তখন ।