অবশেষে দীপা
নীলের এলোমেলো জীবনে
স্থায়ী বাসিন্দা ।
সংসার সাজিয়ে গুছিয়ে
নীলের হৃদয়ে তার বসবাস ।
সময় যায় রং ঢ়ং এ
বছর কয়েক ওরা ভালোই থাকে
ইয়া রব তাদের ভালো রাখে ।
একদা ওদের সংসার বাড়ে
বেড়ে যায় জীবিকার চাহিদা
দুজনের ব্যস্ততায়
কাছে থাকার সময় কমে ।
ব্যস্ততার কঠিন কালো রং
তাদের বাসন্তি শত্রু ।
তবুও রঙিন আশা জাগে,
রং তুলি তাদের কাছে ডাকে ।
কালার ব্যংক যেন তাদের
নাটাই বিহীন সপ্ন ঘুড়ি ।
আলোর শেষ সীমান্তে
রং তুলি তাদের হাত ছানি দেয়
যেতে যেতে বহু দূর পথ
ক্লান্তি এসে ইচ্ছের মৃত্যু হয় ।
অতপর অতৃপ্ত নিদ্রা ....
সপ্ন ঘুড়ি মেঘের আড়ালে যায়
আত:পর
ওরা একটু ছুটি পায় ।