ভোর হয় প্রতিদিন
দেখতে পায় না  সবাই ।
তাড়াহুড়ো রেডি হয়ে,
অফিসের পথে সকালটা শেষ
দেখার সময় নেই  পরিজন পরিবেশ ।
দুপুর গড়িয়ে বিকেল  যায় চার দেয়ালে
সন্ধ্যায় কালুর টি স্টলে এক কাপ চা
এবং কিছু আশা নিরাশার সপ্ন ।

কেউ বা যায় বিনোদনে
জমজমাট উল্লাসে  আড্ডা জমে ।
গান বাজনা, নৃত্য, আনন্দে লাল নীল সময়
পার করে ওরা ।
এটাই হয়ত ওদের অসাধারণ জীবন ।

তারপর নাগরিক বাসার পথে চলে
দু পা ফেলে .... খেয়ালে খেয়ালে ।


রাত হয়,  দেখি না সবাই
দেখি কৃত্রিম  আলো,
আর সাদা কালো  ক্লান্ত মুখ ।
যানবাহনে জোনাকির মত ফোনে
ওদের মাথা নত
নিয়ন আলোয় ওদের গায়ের রং ভিন্ন ।

আকাশের চাঁদ ওরা দেখে না,
শহরের আকাশেও তারা জ্বলে
দেখতে পায় ক'জন ?

আমি এর কিছুটা দেখতে চাই
ব‍্যস্ততার ফাঁকে সময় চুরি করে দেখি,
আর মুচকি হেসে বলি
এই বেশ ভালো আছি ।