বিশ্বাস কর হেলেন,  

আমি  আসলেই  অন‍্য  সব  ছেলেদের  মত  না,
আমি একটু ভিন্ন, শুধু তোমার জন্য নিবেদিত,

তোমাকে  পটানোর কোনো উদ্দেশ্য
আমার নেই, নেই,  একদম নেই  ।  
শুধু  একবার  বিশ্বাস কর ,
আমি অন‍্য ছেলেদের মত না ।

আমার  আর কিছু বলার  নেই হেলেন,
ধন্যবাদ ।।