ঘরে হৈ চৈ নাই
নাই স্কুল টিফিন নিয়া ঝগড়া
কারো আর বৈশাখী মেলার
টাকা চাইনা ।
মায়ের হাত বেগে
কেউ আর চকলেট খোঁজে না,
বাবার পকেটের খুচরো টাকা
এখন আর কেউ নেয় না ।
বাবা পালালো বছর খানিক,
নিরব নিস্তব্ধ ঘর,
ব্যস্ত সবাই দূরে দূরে
কেমন যেন পর পর
মা এখন অবসর ।
বিভ্রমে মা শুনতে পায়
পুরনো হৈ চৈ - আর মায়াবী শব্দ
মা ও মা....
এই বুঝি ছুটে এলো খুকু
ছুটে আসছে খোকা ।
না কেউ তো আসেনা
শুধু মিথ্যা বিভ্রম আর
অনিয়মের ধোকা ।
এটাই তাঁর আহার, নিদ্রা, আর
বেঁচে থাকার সম্বল ।
মা এখন অবসরে ।