ভোরের আলো ফুটতে আর কিছু সময় বাকী,
এখনো পুব আকাশ কালো আর থমথমে,
নিদ্রা ভাংগে, ভাংগে না স্বপ্ন-
জানে না রফিক আজ তার টগবগে রক্তের
গাঢ় লাল রং বিলিয়ে পশ্চিমে অস্ত যাবে সূর্য।
জানে না তার জমাট রক্তের গন্ধ ছড়িয়ে দিবে
আকাশে বাতাসের প্রতিটি ধুলি কণায়,
বলবে কথা বাংলা বর্ণমালায়, প্রিয় বাংলায় ।
আজ ৮ই ফাল্গুন, আজ ২১ শে ফেব্রুয়ারী,
ফাগুনের আগুন জ্বলেছে বুঝি কৃঞ্চচূড়ায় তার-ই,
মায়ের মুখটাকে বাঁচাতে যে শপথ নিয়েছে ওরা
ভাঙ্গতে হবে বাক্ শৃংখল, এ হীন পরাধীনতা।
আজ ৮ই ফাল্গুন , আজ ২১ শে ফেব্রুয়ারী
বাংলা বর্ণমালার আমরা ক'জন মুক্তিকামী,
মানি না , মানব না, বাক্ পরাধীনতা
করতে মোরা শপথ নিয়েছি বাংলাকে রাষ্ট্রভাষা ।
যদি মরতে হয় মোদের তবে হাসি মুখে যাব মরে
তবুও সুখ যদি কিছু করে যেতে পারি এ দেশের তরে।