ওরে বিশ্ব মানুষ, জেগে দেখরে চেয়ে
শত শিশু কাঁদছে আজি, মাকে না পেয়ে,
সন্তান হারা মা যে আজ পথে পথে কাঁদে
শত হাজার মানুষ মরে ইসরাইলদের ফাঁদে।
দেখরে চেয়ে বিশ্ব বিবেক, মানবতার ধারক
মানুষ মারার পেছনে রয়েছে কোন কারক ?
হত্যা করে হাত রাঙিয়ে রক্ত চুষে খায়
এরাই নাকি শান্তির তরে বিশ্ব নোবেল পায়।
মানব আর মানবতা দু'ই আজ কাঁদে
স্বার্থবাদী এক হয়ে যে সর্বসুখ বাধে,
ওরে বিশ্ব বিবেক, দেই তোদের আজ ধিক
শিশুর কান্না, মায়ের কান্না শুনিস না চারদিক?
পাপাচারে হৃদয় তোদের হয়েছে আজ ক্ষয়
তাইতো তোদের মনে আছে অশুভ এক ভয়,