আমি বহুদূর চলে গেছি তোমার দু'চোখের আড়ালে
তবুও যদি তোমাকে ভুলাতে না পারি,
তবে ক্ষমা করো মোরে।
যদি আমার স্মৃতি তোমার আনন্দ ভূবনে
বিষাদের কালো মেঘ হয়ে বৃষ্টি ঝরায়,
তবে ক্ষমা করো মোরে।
যদি তোমার হাতে দেয়া আমার হাতের স্পর্শ
মনের মাঝে হৈমন্তির হাওয়ার মতো
কোন এক সন্ধ্যায় উকি দিয়ে যায় অবেলায়,
তবে ক্ষমা করো মোরে।
যদি কোন এক নিঃসঙ্গ রজনীর আলো আধারীতে
ভেসে আসে বেহালার করুণ সূর,
যে সূরে অশ্রু ভাসে তোমার হরিণী চোখে
তবে ক্ষমা করো মোরে।
যদি আনন্দ বানে তোমার অধর
কখনও চায় আমার আদর,
সারাটা দেহ মুচড়ে থাকে ভালবাসার চাদরে,
তবে ক্ষমা করো মোরে।
আমি বহুদূর চলে গেছি তোমার দু'চোখের আড়ালে
তবুও যদি তোমাকে ভুলাতে না পারি,
তবে ক্ষমা করো আমাকে।