হঠাৎ করেই তুমি এসে বললে
আমায় তুমি ভালবাসবে ?
আমি আকাশের সব নীল মেখে দেব
তোমার মনের আকাশে।
আমি বল্লাম, এ হয় না
আমার আকাশে শুধুই কালো মেঘে ভরা
তোমার নীলিমার রং সেখানে মানাবে না।
তুমি বললে, তুমি কেন এত ভয় পাও
আমায় ভালবাসতে,
তুমি কি কেবল দেখেছ আগুনের রং !
দেখনি গোধূলীর আভা ?
কেমন আবীর মাখা রঙ্গীন !
যে রংয়ে তৈরী হয় বিনী সুতার মালা।
আমি তেমনি করে ভালবাসবো তোমায় ।
আমি বললাম, কেন তুমি আমায় ভালবাসবে ?
আমিতো তোমার কল্পনার আমি না,
কাল যখন কল্পনা হতে আসবে ফিরে বাস্তবে,
যখন দেখবে না আমাতে তোমার নীলিমা,
আবীর রাঙ্গা গোধূলীর মেলা
তখন নিছক ভেবে চলে যাবে
সাংগ করে এ প্রেমের খেলা।
তুমি বললে, তুমি সাগর তীরে হেটেছ কখন
দেখেছ লোনা জল আর বালুর খেলা ?
আমি বল্লাম, আমি সাগরকে দেখেছি
নিষ্ঠুরতায় ভরা এক বিষাক্ত সর্পিনী ,
যেখানে কোন মায়া নেই মমতা নেই
আছে ভংয়কর রুপে নিরীহকে সর্বগ্রাস।
তাহলে তুমি আমায় ভালবাসবে না ?
বলেছি তো না,
তোমার মাঝে যে সরলতা
তা সরল রেখা হয়ে আমার বক্রতাকে
কোনদিন স্পর্শ করবে না।
আমি অনন্তকাল শুধু হিমালয় থেকে
বয়ে যাব নিম্নপানে,