অল্পতে যে হয় না সুখী
সুখ মেলা তার ভার,
স্বার্থ নিয়ে যার মাতামাতি
সুখী করবে সে কার ?
সুখ চায় যে টাকা দিয়ে
সুখ মেলে না তার,
সুখ যে গড়ায় ধুলোর মাঝে
যে চেনে সে তার।
অঢেল আছে যার জগৎব্যাপি
তারও অনেক অভাব আছে,
বাইরে থেকে যায় না জানা
গিয়ে দেখো তার কাছে।
শুন্যতায় আর পূর্ণতার
মিলন মেলা এই ধরনী,
সুখ আর দুঃখ যেথা
নিত্য দিনের হয় যে সাথী।
( চলমান )