মানুষ তো আর মানুষ নেই এখন
কেবল রঙের ফানুষ,
যাচ্ছে তাই করতে গিয়ে
হচ্ছে কেবল বেহুস।
কোনটা ভাল কোনটা মন্দ
মনের মধ্যে সদাই দ্বদ্ন্ব,
হিসেব নিকেস মিলছে না আর
সব আশাই যে বন্ধ।
নিত্য যারা হয় যে আপন
স্বার্থে তারা ধরায় কাঁপন,
পাপ-পূণ্যের ধারা ছাড়ি
নিজ স্বার্থে জমায় পাড়ি।
নিছক মোদের খেলার ছলে
জীবন প্রদীপ নিভে গেলে,
সাঙ্গ করে সকল আশা
রইবে পরে সোনার বাসা।