মর্ত্য কিংবা স্বর্গলোক,
তোমায় নিয়ে গল্প হোক।
পরিব্রাজকের ডায়েরির পাতায়
মুদি দোকানির খেরোখাতায়
তোমার নামে স্তুতি হোক।
উঠতি কবিদের সান্ধ্য জলসায়
বুড়ো বন্ধুদের সাহিত্য আড্ডায়
তোমায় নিয়ে কাব্য হোক,
তোমায় ভেবে গল্প হোক।
একাকী রাতের মায়া-জোছনায়
কাতর প্রেমিকের বিরহ বেদনায়
তোমায় ভেবে ভিজুক দু'চোখ,
তোমায় নিয়ে গল্প হোক।
তোমায় ঘিরেই গল্প হোক।