নক্ষত্রের মতোই তুমি অপসৃয়মান।
আমি পৃথিবী থেকে বিষন্ন চোখে দেখি
তোমার ক্রমশ দূরে সরে যাওয়া,
সান্ত্বনা তবু দিয়ে যাই নিজেকে
কিছুটা সময় তো তোমায় হলো পাওয়া।