তোমার সাথে সুন্দর মুহূর্তগুলো
আমি কেবল জান্নাতেই
কল্পনা করতে পারি।
একটা স্বর্গীয় নদী
টলটলে জল
জলে ভাসমান নৌকা
নৌকায় তুমি আর আমি।
আমরা গলুইয়ে বসে
অপার বিস্ময়ে
জান্নাতের এই নদীর
নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করছি।
স্বচ্ছ টলটলে জলে
নদীর তলদেশে শৈবালে
বিক্ষিপ্ত ছড়িয়ে থাকা মণি-মুক্তো ঝিকিমিকি করছে।
জলে ভাসমান রঙ-বেরঙের
অগণিত পদ্মফুল যেন
ঢেউয়ের তালে মাথা নেড়ে
আমাদের অভিবাদন জানাচ্ছে।
অনতিদূরে একদল রাজহাঁস
দেখতে দেখতে আমাদের নৌকার
একেবারে কাছে চলে এলো।
তুমি একটা রাজহাঁসের মাথায়
আলতো হাত বুলাতেই সে
লজ্জা পেয়ে ছুটে পালালো।
কোথা থেকে যেন
আল্লাহর জান্নাতি কোন অতিথি
সবটুকু দরদ মাখিয়ে একমনে
কুরআন তেলাওয়াত করছে।
সেই কুরআনের সুর ধ্বনিত হয়ে
সুরভিত বাতাসে মোহিত করে তুলছে
চারিপাশের পরিবেশ।
নদীর বুকে রাত নেমে এলে
যখন জোছনায় উদ্ভাসিত হলো
জান্নাতের মায়াবী প্রান্তর,
তখন তোমার কোলে মাথা রেখে
নক্ষত্র শোভিত আকাশের দিকে চেয়ে
আবৃত্তি করে যাই প্রিয় কবিতা।
এখানে কোথাও কোন বিষাদ নেই
নেই পার্থিব কোন অস্থিরতা,
ব্যাধির চোখ রাঙানি নেই এখানে
নেই কোন অনিয়ন্ত্রিত বিষন্নতা।
সব যেন অনিন্দ্য সুন্দর এখানে
সবকিছু চির নতুন,
যা কিছু দেখি দু'চোখ মেলে
দেখার তৃষ্ণা বেড়ে যায় শতগুণ।
যত ভালোবাসি তোমায়,
তত ভালোবাসায়
তোমার পবিত্রতায়
হারিয়ে যাই আমি,
জান্নাতের মালিকও মুচকি হাসেন
দেখে আমাদের পাগলামি।