হে কর্মঠ পুরুষ! হে দৃঢ়ব্রত!
পরিশ্রম তোমার অঙ্গীকার,
জীবন-মরুতে নাহি ভয় তব,
শ্রমই তোমার দিগন্ত-সার।
প্রভাত আসে, তুমি উঠি দাঁড়াও,
বজ্রকঠিন সংকল্প গড়াও।
সূর্য করিছে তব সঙ্গ,
শ্রমের ঘামে করো ভুবন রঙ্গ।
নদীর মতো তুমি ছুটিছ অবিরল,
অবসাদহীন, অক্লান্ত, অজর।
ধূলার বুকে গড়িছ সভ্যতা,
তোমারি হাতে মহাকালের বৃথা।
হে কর্মযোগী! হে অসীম প্রাণ!
সংগ্রাম তব শক্তির গান।
ধ্বংসের মাঝে সৃষ্টি করিয়া,
নূতন যুগ আনো জাগাইয়া!