শেষ মুহূর্তের জন্য ক্লান্ত হয়েও অপেক্ষা,
সুখের আশায় বুক বেঁধে ভালোবাসা হারা।
চোখের কোণে স্বপ্ন মরে,
আলো ঝরে, সন্ধ্যা ঝরে।
বাতাস কাঁদে নীরব সুরে,
শূন্য হৃদয় ডুবে দূরে।
তবু আশার প্রদীপ জ্বলে,
যদি ফিরে আসো সেই পথ চলে।
ক্লান্ত মন আর কত দিন?
প্রেমের কষ্ট অবিরত বেদনায় বিন।
তবু দাঁড়িয়ে থাকি শেষ আশায়,
তোমার ছোঁয়ায় জীবন সাজায়।