যে আমার পরিবারকে আপন করতে পারে না,
সে কি করে হবে আমার হৃদয়ের ঠিকানা?
ভালোবাসা তো শুধু দুটি প্রাণের নয়,
এ তো মিশে থাকে শেকড়, ইতিহাস, সময়।
আমি একা নই, আমার আছে পরিচয়,
রক্তের বন্ধন, স্মৃতির আবেগময়।
যে ভালোবাসবে, সে বুঝবে এ কথা,
পরিবার ছাড়া ভালোবাসা থাকে কি যথার্থ?
তুমি যদি চাও শুধু আমাকে,
কিন্তু দূরে ঠেলো আমার আপনজনকে,
তবে সেই ভালোবাসা অসম্পূর্ণ রবে,
হৃদয়ের বন্ধনেও ফাটল জাগবে।
ভালোবাসা মানে শুধু দুজন নয়,
এতে থাকে সম্পর্কের শত রঙিন বর্ণায়।
যদি সত্যি চাও আমার ভালোবাসা,
আমার পরিবারকেও দিও তোমার ভালোবাসা।