ভালোবাসা কমে গেলে

ভালোবাসা কমে গেলে, কীসেরই বা থাকে মানে?
শুধু স্মৃতিরা ভিড় করে, ফেলে আসা সময়ের টানে।
চোখে চোখে হারায় সে আগুনের ছোঁয়া,
কথাগুলোও বেসুরো সুরে বয়ে যায় হাওয়া।

হৃদয়ের সেই স্পন্দন থমকে যায় ধীরে,
যে মন আগে কাঁদতো, সে এখন নীরবে ঘিরে।
আলিঙ্গনে থাকে না উষ্ণতা আগের মতো,
স্বপ্নগুলো হারায়, হয়ে যায় শুধু কথা।

কেন তবে এমন হয়? কী অপরাধ কার?
অভিমানী হৃদয় কী ভুলেই যায় স্নেহের ভার?
তবে কি ভালোবাসা শেষ হয়ে যায়?
নাকি তাকে নতুন করে খুঁজে নিতে হয়?

ভালোবাসা কমে গেলে থেমে যেও না,
চেষ্টা করো আবার জ্বালাতে সম্পর্কের সুরখা।
ভাঙা টুকরোগুলো জোড়া দিয়ে গড়ো প্রাসাদ,
হয়তো নতুন করে শুরু হবে ভালোবাসার আয়ুধ।