তুচ্ছ বলো, আমি হাসি,
তুচ্ছ বলো, আমি থাকি উদাসী।
যা তোমার কাছে অমূল্য রতন,
আমার চোখে সে শুধুই স্বপ্নের মতন।

তুচ্ছ ছিলো অনুভূতির জল,
তাই তো মুছে দিয়েছো অবহেলার দল।
তুচ্ছ ছিলো হৃদয়ের ব্যথা,
তাই তো শূন্যতায় ভরেছো পথটা।

কিন্তু যে তুচ্ছ, সে-ই কখনো গড়ে,
ভালোবাসার মন্দির, শ্রদ্ধার জোয়ারে।
তুচ্ছ বলে উড়িয়ে দিও না,
একদিন সে-ই হয়ে উঠবে অমূল্য রত্নখানা!