তরুণ
তরুণ, তুমি এক জ্বালাময় দীপ,
তোমার হৃদয়ে জাগে স্বপ্নের স্রোত।
তোমার দৃষ্টিতে আগামীর আভাস,
তোমার প্রতিটি পায়ে লেখা সাহস।

তুমি দুরন্ত নদীর মত অদম্য,
পাহাড় পেরিয়ে গড়ে নাও নিজের পথ।
তুমি বাতাসে বহে বিপ্লবের গান,
তোমার প্রাণে জাগে পরিবর্তনের মান।

বিশ্বাসের শক্তি তোমার সাথী,
তোমার হাতেই রচিত হয় নতুন ইতিহাস।
তুমি ব্যথায়ও খুঁজে পাও গৌরব,
তুমি জাতির ভবিষ্যৎ, আলোর নক্ষত্র।

তরুণ, ভুলো না তোমার ক্ষমতার কথা,
জগৎ বদলাতে পারে তোমার প্রতিটি পদক্ষেপ।
তোমার প্রাণে বেঁধে রাখো সাহসের ডালা,
তুমি চলছো, এগিয়ে যাচ্ছে একটি কাল।