তোরা মানুষ হ !
তোরা মানুষ হ, এই পৃথিবীর আশা,
তোদের হাতেই গড়া হবে নতুন চেতনার ভাষা।
তোরা ফুলের মতো ফুটিস, করিস হৃদয় ভরা,
অন্যায়, অবিচার দূর করতে সাহস জাগাস সবার।

তোরা শিখিস ভালোবাসা, করিস মমতায় গড়া,
তোদের হৃদয়ে থাকুক ন্যায়ের আলো ধরা।
ঘৃণা মুছে শিখিস সহমর্মিতার চলন,
তোরা মানুষ হ—গড়ে তোলিস নতুন জীবন।

তোদের চোখে থাকুক স্বপ্নের দীপ্তি,
প্রতিদিনের কাজে ফুটে উঠুক মানবের গুণগীতি।
নিজের জন্য নয়, সমাজের জন্য তোরা থাকিস নিবেদিত,
জীবনের পথে থাকিস সদা সত্যে প্রবৃত্ত।

তোরা মানুষ হ, হোক চেতনায় প্রাণের জাগরণ,
তোদের কর্মে জ্বলুক পৃথিবীর উজ্জ্বল আনমনা।
তোরা সৃষ্টি করিস এমন এক আলোকিত দেশ,
যেখানে থাকবে সবার জন্য শান্তির শেষ ঠিকানা।