সময় এক প্রবহমান নদী,
বয়ে চলে অবিরাম, ক্লান্তিহীন।
কখনো শান্ত, কখনো বেগবান,
আবার কখনো থমকে থাকা নীরব বিলীন।
জীবন এক ভেলা,
ভাসছে সেই নদীর স্রোতে,
কখনো উচ্ছ্বাসে, কখনো দুঃখের রোতে,
নিয়তির হাতে বাঁধা এক অদৃশ্য নোঙরে।
স্মৃতিগুলো কুমারীর বালুচর,
পায়ের ছাপ রেখে যায়,
জোয়ার এলেই মুছে দেয়,
ফিরে আসার আর কোনো পথ নেই।
তবু মানুষ নাবিক হয়ে,
স্বপ্নের পাল তুলে দেয়,
নদীর বুকে আঁকে গল্প,
আশার আলোয় পথ খোঁজে যায়।