শততম দিনে নতুন আলো,
স্বপ্নগুলো আজ আরও ভালো।
শত পথ পেরিয়ে এলাম,
শত স্মৃতির রঙে খেলাম।
শত বার হেসেছি আমি,
শত ব্যথা বয়ে নামি।
শত স্বপ্ন গাঁথা রয়েছে,
সময়ের স্রোতে বয়ে চলে।
শততম বার সূর্য ওঠে,
নতুন আশায় মনটা ছোটে।
শত বছর, শত গল্প,
জীবন আমার শত রঙের দখল।