নীল আকাশে উড়ে যায় এক টুকরো মেঘ,
হাসে রোদ, খেলে বাতাস, নদীর আবেগ।
সেই মেঘের বুকেতে লেখা এক গল্প,
ভাসে রঙিন আলোয়, ছুঁয়ে দেয় সম্পদ।

চেনা পথের ধুলোবালিতে স্বপ্নেরা রয়,
কেউ খোঁজে মুক্তি, কেউ আলোময়।
পাখির ডানায় বেঁধে উড়তে চায় মন,
নদীও গেয়ে ওঠে রূপক সুরের জাদুময় অনুক্ষণ।

চাঁদের আলোয় ছড়িয়ে পড়ে নীরব ব্যথা,
তারার ফাঁকে লুকিয়ে থাকে একলা ব্যাকুলতা।
স্বপ্নের নৌকা ভাসে আঁধারের স্রোতে,
আলো হয়ে ফুটবে ভোরের সোনালী প্রভাতে।