পথের বাঁকে যখন অন্ধকার নামে,
তোমার চোখে তখন আলো খুঁজে পাই।
তুমি আমার ক্লান্ত দিনের শেষ প্রশ্রয়,
ঝরে পড়া পাতা হয়ে ঘিরে রাখো প্রাণ।

তুমি আছো নীরব কিন্তু নিবিড়,
নামহীন একটি পরিচয়ের মতো।
তোমার ছায়ায় ধুয়ে যায় ক্লান্তি,
তোমার সুরে মেলে শান্তির ছন্দ।

যখন পথ হারাই, তুমি পথ দেখাও,
যখন থমকে যাই, তুমি সাহস বাড়াও।
জীবনের বাঁকে তুমি স্থির এক বিশ্বাস,
তোমায় নিয়ে কাটুক এ জীবন অবার।

সাথী, তুমি আছো বলেই তো আমি চলি,
তুমি আছো, তাই সময়ের বৃত্ত পূর্ণ করি।
তুমি আমার গল্পের একটি পর্ব,
তুমি সাথী, তুমি জীবন সঙ্গ।