রঞ্জনের রোমাঞ্চকর জীবন

রঞ্জন বড় চতুর লোক, চালাকিতে সেরা,
তবু বউয়ের সামনে হয়ে যায় কাঁচা খেলা!

বন্ধুদের সাথে গল্প জমে, কথা বলে ঠাসিয়ে,
বউ ডাকলে সব ভুলে যায়, হাঁটে মাথা নিচিয়ে।

রঞ্জনের ছিল সখ, গাড়ি কিনবে একদিন,
এখন কিনে শুধু বাজারের থলি, প্রতি শুক্রবার দিন!

বিয়ের আগে সিনেমা দেখত, ছিল বড় মজা,
এখন দেখে শুধু চাল-ডালের লিস্ট, মুখটা হয়ে বেজার!

শ্বশুরবাড়ি গেলে ভাব নেয় রাজপুত্রের মতো,
ফিরে এসে চুপসে যায়, মনে হয় যেন কত!

তবুও রঞ্জন সুখে আছে, বউয়ের যত্ন পেয়ে,
সারাদিনের ধমকটুকু, ভালোবাসা ভেবে নিয়ে!