নীল আকাশে উড়ে যায়,
রঙিন পাখি ডানা মেলে,
রোদ্দুর ছোঁয়া স্বপ্ন নিয়ে
নাচে বাতাসের খেলায় চলে।
নদীর জলে মাছের হাসি,
ফুলের বনে মৌমাছি,
ঝিঁঝি পোকার গান শুনে,
শিশুরা সব দোলে তালে।
রঙিন স্বপন, রঙিন আশা,
হাসির মাঝে খুশির ভাষা,
শিখবে তারা নতুন কিছু,
আলোর পথে চলবে পিছু!