আশার আলো, রহমতের মাস,
এলো রমজান, পবিত্র শ্বাস।
সুবেহ সাদিক ডাক দেয় ফিরে,
ইফতারে হাসে প্রেমের নীরে।

সিয়াম রাখি, করি তওবা,
গুনাহ মাফের এক সুযোগ সেবা।
সবর, শোকর হৃদয়ে জাগে,
ইবাদতে মন প্রশান্তি মাগে।

তারাবির সুরে মনের তৃপ্তি,
লাইলাতুল কদর রহমতের নীতি।
সেহরির আহ্বান, তৌবার গান,
নেক আমলে কাটুক প্রাণ।

হে রমজান, রহমত ধারা,
তোমার ছোঁয়ায় পাপ হয় সারা।
তোমার শিক্ষা হৃদয়ে রাখি,
জীবন পথে চলি সতত সুখে।