চাঁদের আলো মরে গেছে, বাতাস থমকে দাঁড়ায়,
গভীর রাতে শুনতে পেলাম, কার যেন চাপা হাঁসায়!
জানালার ফাঁক দিয়ে দেখি, ছায়া এক দীর্ঘ,
আস্তে আস্তে এগিয়ে আসে, কেমন যেন নিঃশব্দ।
দরজাটা কাঁপছে হালকা, জানিনা কেন ভাই,
শরীরটা শিউরে উঠল, বুকের মাঝে ভয়!
হঠাৎ দেখি ছায়াটা আর, নেই যে তার জায়গায়,
পেছন থেকে গলা শুনি, “কে রে তুই, আয়!”
দৌড়ে গিয়ে বাতি জ্বালাই, চারপাশ দেখি খালি,
আয়নার মাঝে পড়ল চোখ, দাঁড়িয়ে আমি… দুটি!