নদী

নদী বইছে আপন ছন্দে,
জীবন জাগায় তীরে তীরে বন্দে।
স্নিগ্ধ জলে শীতল পরশ,
সুখের বারতা আনে নিরবধি হরষ।

তোমার জলে ফসল ফলে,
তোমার বুকে নৌকা চলে।
তুমি আশীর্বাদ ধরার বুকে,
স্রোতের মাঝে সুখের দুলে।

তোমার গানে মাতোয়ারা গ্রাম,
তোমার জলে প্রাণের দাম।
তৃষিত মাটি তোমার আশায়,
বাঁচার স্বপ্ন তোমার পাশে রয়।

হে নদী, বহো অনন্তকাল,
তোমার জলে থাকুক সুধার ঢল।
তুমি আশীর্বাদ, তুমি জীবন,
তোমার ছোঁয়ায় জাগে নব স্বপন।