প্রথম রোজার প্রথম ভোর,
আকাশ জুড়ে নূরের ঘোর।
ফজরের আযান ডাকছে দূরে,
সেজদায় মাথা নত করি পুরে।
পানির তৃষ্ণা, ক্ষুধার জ্বালা,
সবই যেন শান্তি পায়।
রহমতের এই পবিত্র দিনে,
প্রভুর প্রেমেই মন হারায়।
সকাল গড়িয়ে দুপুর আসে,
সূর্য যেন উজ্জ্বল হাসে।
সবরে থাকে তপ্ত মন,
ইফতারের আশায় একেকজন।
আসরের বেলা ক্লান্ত দেহ,
তবু তসবিহ ওঠে মুখে।
এই রোজাতে শিখছি আমারা,
সংযম রাখার মহান শিক্ষা।
মাগরিব এলে দোয়া করি,
তুলে হাত দু’আকাশ ভরি।
প্রথম রোজার প্রথম আলো,
প্রভুর রহম দিলো ঢালো।