প্রিয় মাতৃভূমি
প্রিয় মাতৃভূমি, তুমি যে হৃদয়ের আরাধ্য সুর,
তোমার মাটি আমার জন্য সৃষ্টির পূর্ণ ধ্রুবতারা দূর।
তোমার গন্ধে ভরে যায় শৈশবের দিন,
তোমার বুকে গড়ে ওঠে জীবনের প্রাণসুতো নির্মল-চিন।
তোমার আকাশে জ্বলে তারার দীপমালা,
তোমার বুকে খেলে সোনা-সবুজের পালা।
নদীর কূলে ছড়িয়ে থাকে স্মৃতির ধুলা,
তোমার আঁচলে মুছে যাই যত ব্যথা-ক্লান্তি-বুলি ভুলা।
তুমি আমার শিকড়, আমার ঠিকানা,
তোমার প্রতিটি কণা আমার জীবনের মানা।
তুমি ছাড়া পৃথিবীর রঙ মলিন,
তোমার জন্যই স্বপ্ন দেখি, তবু বেঁচে আছি নিমেষে মিলিন।
প্রিয় মাতৃভূমি, তোমার জন্য হৃদয়ের সব দান,
তোমার আলোয় বেঁচে থাকি, তুমিই জীবন আমার মধুর তরণ।
তোমার সন্তানেরা সবসময় লড়াই করে শুধু তোমার সন্মান রক্ষায়,
প্রিয় বাংলাদেশ, তোমার সেবাই আমার জীবনের একমাত্র ইচ্ছায়!