পল্লি মা জননী
তুমি পল্লির বুকে জাগানো প্রাণ,
সবুজ ধানের ক্ষেতে তোমার গান।
মাটির আঁচলে মোড়া স্নিগ্ধ সকাল,
তোমার স্পর্শে ফুটে জীবনের কাল।
তুমি নদীর ঘাটে ঝরা পানির ঢেউ,
তোমার কণ্ঠে শোনা যায় দুঃখের সুর।
তবু ক্লান্তি ভুলে হাতে তুলি কাজ,
তোমার ছোঁয়ায় হয় পৃথিবী সাজ।
তুমি সন্তানের মনের এক মধুর ঠিকানা,
তোমার হাসিতে মেলে বেঁচে থাকার মানা।
দুঃখ-কষ্টেও যে মুখে থাকে শান্তির আলো,
সে তো পল্লি মা জননী, হৃদয়ের ভালো।
তুমি বাংলার প্রকৃতি, কাঁদো আর হাসো,
মাটির গন্ধে ভরা জীবন শাসাও।
তোমার কোলেই গড়া হয়েছে সভ্যতা,
তুমি পল্লি মা জননী, চিরন্তন মাতৃত্বের গাঁথা।