কলম
হাতের মুঠোয় এক শক্তি অদম্য,
নিঃশব্দে লেখে ইতিহাস, রচনা করে গল্প।
তোমার কালি বয়ে আনে আলো,
অজ্ঞতার মাঝে জ্বালে জ্ঞানের প্রদীপ।
যুদ্ধক্ষেত্র নয়, তলোয়ারও নয়,
তবু তুমি আনো বিপ্লবের ঢেউ।
শিক্ষার মশাল হয়ে দাও দিশা,
তোমার অক্ষরে জেগে ওঠে আশা।
তুমি কবির অনুপ্রেরণা,
তুমি লেখকের শৈল্পিক ভাষা।
পৃথিবীর প্রতিটি পরিবর্তনের সাক্ষী তুমি,
হৃদয়ের কথাগুলো তুলে ধরো নিঃশব্দে।
কখনো তুমি প্রতিবাদের হাতিয়ার,
কখনো প্রেমিকের সুরেলা বাহার।
তোমার ছোঁয়ায় শব্দ পায় জীবনের স্পর্শ,
তুমি কালজয়ী, তুমি কলম, আমার সর্বস্ব।