অভিমান!!!
অভিমান হলো নীরব এক ভাষা,
যেখানে শব্দ নেই, শুধু ব্যথারই বাসা।
চোখের কোনে জমে থাকা সে জল,
বলে যায় অনেক, তবু থাকে অনুলিখিত ছল।

কখনো তুচ্ছ, কখনো গভীর,
অভিমানের ছায়া যেন ছুঁয়ে যায় হৃদয় ধীর।
যে ভালোবাসে, সেই তো রাগে,
কিন্তু সে রাগেই লুকিয়ে থাকে মনের অনুরাগে।

একটু কাছে টানলেই গলে যায় বরফ,
একটু ভালোবাসলেই মুছে যায় যত ক্ষরফ।
তবু কেন দূরত্ব বাড়াই বারবার,
অভিমানের দেয়ালে বাঁধি ভালোবাসার আকার?

এসো, ভুল ভাঙাই, মন খুলে বলি,
ভালোবাসাই থাকুক, অভিমান না থাকুক ঠাঁই।
শুধু একটুখানি স্পর্শ, একটুখানি কথা,
অভিমান গলে যাবে, রবে প্রেমের ব্যথা।