অভিযাত্রী
পথের ডাক শুনি, চলিতে চাই,
অজানার টানে হৃদয় বায়।
পাহাড় ডাকে, সাগর হাসে,
দিগন্তরেখা হাতছানি বাসে।

আমি অভিযাত্রী, ক্লান্তিহীন,
সামনে চলে, পেছনে ছোড়ে দিন।
ঝড়ে বিঘ্নে পথ থামেনা,
স্বপ্নের ডানায় ছুটে চলে না।

রাত্রি কেটে যায়, সূর্য উঠে,
নতুন পথের আশায় জাগে চক্ষে।
পর্বত-শিখরে বিজয়ের গান,
আমি অভিযাত্রী, অনন্ত প্রাণ!

ভয়কে জয় করি, স্বপ্নকে ছুঁই,
দিগন্তজয়ী পাখির মতো উড়ি।
সীমা মানি না, পথ থামে না,
অভিযাত্রী আমি, লক্ষ্যে থাকি ধ্রুবতারা।