অশনিসংকেত—আকাশে ভেসে আসা কালো মেঘ,
প্রকৃতির ক্রোধে ওঠে যেন ধ্বংসের রেখ।
মাটির বুকে বাজ পড়ে কাঁপিয়ে দেয় চরাচর,
মানুষ তখন থমকে যায়, হারে হৃদয়জোর।
এ সংকেত কি কেবলই প্রকৃতির রোষ?
নাকি মানবজাতির ভুলে জমে থাকা দোষ?
নদীর স্রোত থেমে যায়, জমি হয় শুষ্ক,
অশনিসংকেত জাগায় ভয়ের প্রতিটি দৃষ্টিক।
তবু কি এই সংকেত নয় এক শিক্ষা?
বিপর্যয়ের মাঝে লুকিয়ে থাকে নব দিশা।
মানবতা যদি শিখে তার ভুলের পাঠ,
তবে অশনিসংকেত মুছে দেবে অন্ধকার রাত।
এ সংকেত আমাদের জাগিয়ে দেয় বারবার,
বলতে চায়, “রক্ষা করো পৃথিবীর সুন্দর ধার।”
জীবন আর প্রকৃতি হাত ধরাধরি করে,
তবেই তো পৃথিবী হাসবে শান্তির সুরে।
তাই অশনিসংকেত ভয় নয়, হোক নতুন পথের শুরু,
মানুষের কর্মে ফুটুক জীবনের স্বপ্নসুর।
ধ্বংস নয়, গড়ে তোলার এক দীপ্ত আহ্বান,
এ সংকেতে জেগে উঠুক শান্তি আর মানবতায় প্রাণ।