অমর ২১ শে

একুশে আসে স্মৃতির বুকে,
রক্তে লেখা ইতিহাস সুখে।
ওমর দাঁড়ায়, চোখে জ্বালা,
স্বাধীন ভাষার নেয় সে মালা।

শব্দ বুকে বুলেট বাজে,
তবু সে থামে না সংগ্রামের মাঝে।
মায়ের ভাষায় গাইবে গান,
তাইতো দিলো জীবন দান।

২১ শে আসে, কাঁদে বাতাস,
শপথ জাগে নতুন আকাশ।
ওমর নেই, তবু রয়ে যায়,
তার স্বপ্নে ভাষা স্বাধীনতায়।