নতুন স্বাধীনতা মানে হৃদয়ের মুক্তি,  
ভীতির শিকল ভেঙে হাঁটার নতুন পথ।  
যেখানে প্রতিটি স্বপ্নের থাকবে অধিকার,  
আর প্রতিটি প্রাণ গাইবে জীবনের জয়গান।  

নতুন স্বাধীনতা মানে নিজেকে জানার সুযোগ,  
নিজেকে খুঁজে পাওয়া সত্যের আয়নায়।  
সংকীর্ণ মানসিকতার পাহাড় ডিঙিয়ে,  
মুক্ত বাতাসে ভেসে বেড়ানো অনন্ত আকাশে।  

নতুন স্বাধীনতা মানে সমতা ও মর্যাদা,  
যেখানে মানুষকে মানুষ বলেই গণ্য করা হয়।  
ধর্ম-বর্ণের ভেদাভেদহীন বন্ধনে,  
নির্ভয়ে বাস করার এক শান্তিময় ভূমি।  

এ স্বাধীনতা আসে অন্তরের বিপ্লব থেকে,  
নিজেকে বদলানোর দৃঢ় প্রতিজ্ঞা থেকে।  
পরিবারে, সমাজে, রাষ্ট্রে সৃষ্টি করে আলোর প্রবাহ,  
এটাই তো নতুন স্বাধীনতার পথচলা।  

তুমি কি পাবে সেই নতুন স্বাধীনতা?  
যেখানে ভাবনার বৃত্ত থাকবে খোলা,  
তুমি পাবে প্রাপ্য মর্যাদার সূর্যের আলো,  
এবং নতুন দিন জাগবে একতাবদ্ধ চেতনায়।