নির্জন রাত

নির্জন রাত, একা আকাশ,
নীরবতার বয়ে চলে বাতাস।
চাঁদটি একা, তাকায় শুধু,
তারাদের চোখে নীরব নুদু।

বাতাস কাঁদে গোপন সুরে,
হারিয়ে যাওয়া স্মৃতির পুরে।
চোখের কোণে ঘুম আসে না,
বেদনার সুর বাজে গোপনে।

রাতের আঁধারে হারাই আমি,
স্বপ্নগুলো দোলে থমকে থমকে।
নির্জনতা ডাকে হৃদয় পানে,
একাকীত্ব জাগে দুঃখ গানে।

হয়তো ভোরে আসবে আলো,
ভেঙে যাবে রাতের জ্বালা কালো।
কিন্তু এখন, এই মুহূর্তে,
নির্জন রাত গল্প বলে মনের গহীনে।