নতুন বসন্ত

হে নবীন বসন্ত! হে মধুময়!
আবার এলে কি আনন্দময়?
ধরণীর বক্ষে রঙিন হাসি,
পল্লবে, ফুলে, বাজে সুরভি-বাঁশি।

নিশীথে শীর্ণ পাতা ঝরিয়া গিয়াছে,
শীতের বেদনায় মাটিরে মিশিয়াছে।
আজিকে নবপত্রে লাগিেছে দোল,
মধুকর গাহে মধুময় রোল।

তব শিহরণে জাগে প্রাণোচ্ছ্বাস,
প্রকৃতির বুকে প্রেমের উচ্ছ্বাস।
নূতন আলোর নব আশায়,
বসুধা আজি আনন্দে গায়।

হে বসন্ত! হে মধুর সময়!
নব স্বপ্ন দাও, নব প্রেম লয়।
তব সুরে তব গন্ধ-সুধায়,
জীবন জাগে নব অভিলাষায়।