তোমার ইতিহাস পড়া উচিত,
যেখানে লেখা লড়াই, রক্ত,
যেখানে আছে বীরের গাঁথা,
শপথ, ত্যাগ, সংগ্রামের সত্য।
তুমি কি জানো সেই দিনের কথা,
যখন শিকল ভাঙলো হাতে?
যখন কণ্ঠে জাগলো বজ্র,
স্বাধীনতার দীপ জ্বলে রাতে।
তুমি কি জানো, কতো জনে,
দিয়েছে প্রাণ, হারিয়েছে ঘর?
তাদের স্বপ্ন বুকে নিয়েই,
তুমি আজ দাঁড়িয়ে নির্ভর।
ইতিহাস মানে কেবল পাতা নয়,
তা হলো রক্তে লেখা কবিতা।
যদি জানো, যদি বোঝো,
তবেই জাগবে নতুন স্বাভিমান!