মোরা ভাই ভাই, মোরা এক প্রাণ,
একই সূর্যের নিচে গড়ি ঐক্যের বান।
ধর্ম-বর্ণ ভুলে, মোরা এক সাথে চলি,
ভালোবাসার বন্ধনে বাঁধি জীবন তুলি।

পদ্মা, মেঘনা, যমুনার স্রোত,
আমাদের বুকে বয়ে আনে শান্তির পিঁড়।
গাছে গাছে পাখির কলতান যে শোনে,
মোরা ভাই ভাই, এ গান তার মনে।

মোদের হাতের কাজ এক হয়ে মিলে,
গড়ি নতুন ভোর, আলোরই কিলে।
মোরা শপথ করি, মুছে দুঃখের দাগ,
ভাঙি সব বিভেদ, গড়ি শান্তির সাগ।

মোরা ভাই ভাই, এ কথার মানে,
মানবতার গল্প সব বাধা ভেঙে।
চলো রুখে দাঁড়াই, হই এক মিছিল,
মোরা ভাই ভাই, এটাই মোদের জীবন-শিল।