অবশেষে ভালোবাসা এসেছে,
নিঃসঙ্গ হৃদয়ে ফুটেছে স্নিগ্ধতার কুসুম।
যে আশায় ছিলাম নিরন্তর,
সে এসে দাঁড়িয়েছে দুয়ারে মৃদু হাসি ছড়িয়ে।

বাতাসে আজ নতুন এক সুর,
স্মৃতির পাতায় আঁকা রঙিন ছবি।
শূন্যতা যে ছিল একান্ত আমার,
সেই শূন্যতাতেই ভরে গেছে হৃদয়ের ভুবন।

হাত দু’টি আজ আর শূন্য নয়,
আলতো ছোঁয়ায় জেগেছে নতুন অনুভূতি।
নিরব অপেক্ষার দিন শেষ হলো,
অবশেষে, ভালোবাসা এসেছে!