খুনি, তোর হাতের রক্ত কি শুকায়?
তোর চোখ কি দেখে না ভাঙা স্বপ্নের পাহাড়?
তোর ছুরির নিচে কাঁপে অবুঝ জীবন,
তবু তুই দম্ভে হাসিস, সাড়া দেয় কি বিবেক?
কে তোকে দিল এত শক্তি, এত অহংকার?
মানুষ হয়ে মানুষ খাওয়ার অনুমতি?
জানি, তোর অস্ত্র নয় শুধু লোহার ফলা,
তোর শব্দ, তোর চক্রান্তও তীব্র ঘাতক।
তোর ছায়ায় ঢেকে যায় শান্তির আলো,
তুই মুছে ফেলিস হাজার পরিবারের প্রাণ।
কিন্তু কি জানিস, সময় তো কাউকে ছাড়ে না,
তুই নিজেও একদিন হারাবি অস্তিত্বের মান।
খুনি, তুই ধ্বংস, তুই অন্ধকার,
তবু আলোর যুদ্ধ অবিরাম চলবেই।
প্রতিটি অশ্রু, প্রতিটি রক্তবিন্দু জানবে,
তোর বিচার সময় একদিন করবেই।