জুম্মা মোবারক
আলো ঝরে জমিনজুড়ে, পবিত্র এই দিন,
জুম্মার বার্তা নিয়ে আসে শান্তির পরশ সংগীন।
তওবার সুরে হৃদয় ভরে,
সৃষ্টিকর্তার কাছে মন উড়ে।
প্রতিটি রাকাতে লুকায়িত প্রার্থনার ভাষা,
হে দয়াময়, দাও আমাদের ক্ষমার আশ্বাস।
তোমার রহমতেই জীবনের সার্থকতা,
তোমার ইবাদতেই মেলে চির শান্তি ও মুক্ততা।
জুম্মা মানে আলোর প্রতিশ্রুতি,
আত্মার প্রশান্তি, হৃদয়ের পূর্ণতা।
আজকের দিন যেন নবজাগরণের পালা,
পবিত্রতায় ভরে যায় মন ও আত্মা।
জুম্মা মোবারক, বন্ধু-প্রিয়জন সবাইকে বলি,
শুভ্রতায় থাকুক এই দিন, জেগে উঠুক সত্যের কলি।
সেই আলোর পথেই থাকুক পথচলা,
আল্লাহর সান্নিধ্যে কাটুক জীবনের বেলা।