জীবন এক প্রবাহমান নদী,
মাঝে মাঝে স্থির, আবার কখনো অস্থির,
কখনো পুষ্পের মতো কোমল,
আবার কখনো পাহাড়ের মতো কঠিন।
জীবন মানে অপেক্ষা—
স্বপ্ন পূরণের কিংবা অজানা এক গন্তব্যের,
জীবন মানে সংগ্রাম—
ভালো থাকার, ভালোবাসার, কিংবা টিকে থাকার।
দুঃখে-সুখে বাঁধা এ পথের বাঁক,
কখনো আঁকাবাঁকা, কখনো সরল রেখা।
জীবনের পাঠশালায় শিখি প্রতিদিন,
কখনো হেরে যাই, আবার জিতে উঠি।
জীবন তো এক খোলা ক্যানভাস,
রং-তুলিতে ভরিয়ে তুলি নিজেদের মতো।
কেউ আঁকে স্বপ্নের ছবি,
আর কেউ আঁকে শুধু ক্ষত।
তবু এ জীবন বেঁচে থাকার গল্প,
পাল তুলে বায়ুর সাথে ছুটে চলা নৌকা।
কখনো আশার আলোয় ভরে উঠুক হৃদয়,
তবু জীবনের মানে খুঁজে ফেরাই বারবার।