কুরআনের সম্মান

হে মহাগ্রন্থ! হে নূরের আলো,
তোমার বাণী সত্যের সবলো।
আকাশের তারায় লিখিয়া রহিয়াছে,
তোমারি বাণী যুগে যুগে বাহিয়াছে।

শান্তির ভাষা, ন্যায়ের শপথ,
তোমার আয়াতে জীবনের পথ।
তোমার সম্মান হৃদয়ে রাখি,
তোমারি নূরে আঁধার মাখি।

অবমাননা তব, নাহি সহ্য হয়,
জ্বলিছে অন্তর, কাঁদিছে হৃৎপিণ্ড রয়।
তব শত্রুরা নিভাতে চাহে,
তব আলো কি মুছে যায় তাহে?

না, কভু নহে! তুমি শাশ্বত,
তোমারি সত্যে আলোক জগত।
যে তোমায় মানে, সে জানে হায়!
তোমার মহিমা সীমাহীন যায়।

হে কুরআন! তুমি ন্যায়-দীপ,
তোমার ছায়ায় বিশ্ব সুদীপ।
তোমার সম্মান, রাখিব রক্ষা,
তোমারি সনে জীবনের লক্ষ।