ঘড়ি
টিক টিক শব্দে কেটে যায় সময়,
ঘড়ির কাঁটা বলে, থামবে না রয়।
একটি ক্ষণ যায়, আসে আরেকটি,
জীবনের গল্প লিখে চলে অদৃশ্য তুলি।
সকালে জাগায়, রাতে ঘুম পাড়ায়,
স্বপ্নের মাঝে বাস্তব দেখায়।
যখন থেমে যায়, থমকে যায় প্রাণ,
কত স্মৃতি রেখে যায় তারই সম্মান।
সময়কে ধরতে চেয়েও পারিনি আজও,
ঘড়ির কাঁটা বলেই দেয়, থামা মানা এখানে সবুজ সাজ।
তাই ছুটছি, চলছি তার সাথেই,
জীবনের পথে, সময়ের গাঁথায়।